আলোকিত মানুষ গড়ার ক্ষেত্রে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান সব সময় গুরুত্ব বহন করে। তেমনি গ্রাম পর্যায়ে অর্থবহ টেকসই শিক্ষা ব্যবস্থার সুযোগ না হলে জাতীয় পর্যায়ে মেধা সংগ্রহ ও কার্যকরী ভূমিকা পালনকারী দক্ষ মানবসম্পদ গঠন সম্ভব নয়। এই উদ্দেশ্যে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের ছোটতুলাগাঁও গ্রামে ছোটতুলাগাঁও মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এখানে একাদশ-দ্বাদশ শ্রেণিতে NCTB অনুমোদিত পাঠ্যক্রম অনুযায়ী ছাত্রীদের অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি আধুনিক কম্পিউটার ল্যাবের মাধ্যমে প্রযুক্তিগত শিক্ষাও এখানে দেওয়া হবে। তাছাড়া এই কলেজের একটি অনন্য বৈশিষ্ট হবে স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিত করা। দক্ষ কলেজ পরিচালনা পর্ষদের তত্বাবধানে যোগ্যতাসম্পন্ন শিক্ষকমন্ডলীর শিক্ষাদানে শিক্ষার্থীরা সেরা ফলাফল করছে । এটা প্রশংসার দাবি রাখে। আমরা আনন্দিত হই যখন শুনি এ কলেজ বরুড়া উপজেলা তথা কুমিল্লায় সেরাদের তালিকায় রয়েছে। আমরা উচ্ছাসিত হই, যখন শুনি এ কলেজের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রে সফল হচ্ছে। তখন মনে করি কলেজ প্রতিষ্ঠা বিফলে যায় নি। বর্তমান প্রতিযোগিতার যুগে সৃজনশীল মেধা বিকাশে এ কলেজ অগ্রণী ভূমিকা পালন করবে, এমনটাই কামনা করি সব সময়। ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের পারিবারিক মূল্যবোধ এবং বন্ধন সুদৃঢ় করার ব্যাপারে এই কলেজ সবসময় সচেষ্ট থাকবে। ছাত্র-ছাত্রীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন, দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টাই হবে আমাদের ব্রত। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
শুভেচ্ছান্তে,
ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান
প্রতিষ্ঠাতা, ছোটুলগাঁও মহিলা কলেজ
ছোটতুলাগাঁও মহিলা কলেজ এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যা শিক্ষাবিদ, বিজ্ঞান, ব্যবসা এবং শিল্পকলায় শ্রেষ্ঠত্বের দীর্ঘস্থায়ী ঐতিহ্যের সাথে জাতির সেবা করে আসছে।
শিক্ষাকে মানব উন্নয়নের মূল হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়।ছোটতুলাগাঁও মহিলা কলেজের উদ্দেশ্য হল শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক, শারীরিক, সামাজিক, নৈতিক এবং আধ্যাত্মিক মননের সুসংগত বিকাশ।
আমাদের দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীকেন্দ্রিক এবং আমরা বিশ্বাস করি যে ছাত্রীদের অনুপ্রাণিত করা এবং সর্বোত্তম মেধার বিকাশ করা ভাল কাজ যা তাদের আচরণের ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। আমাদের প্রয়াসহ বেশি ক্ষার্থীরা যাতে তাদের পূর্ণসম্ভাবনায় মেধার বিকাশ ঘটাতে পারে এবং জীবনের সকল ক্ষেত্রে দায়িত্ব নিতে সক্ষম হয়। আমরা আমাদের ছাত্রীদের শেখাই যে শৃঙ্খলার বোধ ছাড়া সার্থক কিছুই অর্জন করা যায় না এবং আমরা আশা করি যে আমাদের শিক্ষার্থীরা শৃঙ্খলার সর্বোচ্চ মান গুলি মেনে চলবে এবং সহনশীলতা, সহানুভূতি, সম্মান এবং স্বাধীন চিন্তাভাবনার মূল্যবোধ কে লালন করবে। আমাদের দক্ষ শিক্ষকদের লক্ষ্য হল আমাদের শিক্ষার্থীদের তাদের সামর্থ্য অনুযায়ী সমর্থন, উৎসাহিত করা এবং শেখানো। অভিভাবকরা নিশ্চিত ভাবে আমাদের সম্মানিত শিক্ষকদের পরিশ্রমের প্রতি বিশ্বাসরাখতে পারেন। আমি নিশ্চিত যে ছোটতুলাগাঁও মহিলা কলেজে শিক্ষার্থীরা তাদের শিক্ষাগত অভিজ্ঞতা অর্জনে সক্ষম হবে।
শুভেচ্ছান্তে,
সাবিয়া সুলতানা
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
ছোটতুলাগাঁও মহিলা কলেজ
ছোটতুলাগাঁও মহিলা কলেজ ২০১৪ সালে “শিক্ষিত নারী আলোকিত জাতি” এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলার বরুড়া এলাকায় প্রতিষ্ঠিত হয় ।
কলেজটির প্রতিষ্ঠাতা বরুড়ার কৃতি সন্তান বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্প পতি প্রকৌশলী মোঃ আতিকুর রহমান , নারীদের উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য মহিলা কলেজটি প্রতিষ্ঠা করেন ।
প্রতিষ্ঠাকাল থেকে বরুড়া উপজেলায় নারীদের নৈতিক শিক্ষা, স্বাধীনতা, অধিকার ও নারীর সার্বিক উন্নয়নে ভূমিকা রেখে আসছে এ প্রতিষ্ঠান ।
এ কলেজের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুপরিকল্পিত পাঠ্যক্রম, সহ-পাঠ্যক্রম কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ছাত্রীদের শারীরিক ও মানসিক গুণাবলীর সর্বোচ্চ উৎকর্ষ সাধন যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে দেশ ও জাতিকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারে।